মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ফারুকের প্রার্থিতা চ্যালেঞ্জ, পার্থর রিট

নিজস্ব প্রতিবেদক

ঋণ খেলাপের অভিযোগে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান ফারুকের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেছেন একই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির আন্দালিভ রহমান পার্থ। গতকাল বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চে আংশিক শুনানিও হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল    কুদ্দুস কাজল ও পার্থ নিজেই। পরে রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘ঋণ খেলাপের অভিযোগে তার বিরুদ্ধে রিট মামলা করেছেন একই আসনের প্রার্থী আন্দালিভ রহমান পার্থ। তিনি যে (ফারুক) ঋণ খেলাপি এটা তো আত্মস্বীকৃত। কারণ ঋণ খেলাপি থেকে মুক্ত হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিলের আগে হাই কোর্টে একটি রিট আবেদন করেছিলেন। সেই আবেদনের মধ্যেই তিনি উল্লেখ করেছেন সোনালী ব্যাংক তার কাছে ৫ হাজার তিনশ টাকা পাবে এবং তার বক্তব্য অনুযায়ী আমি তা দেখেছিও। ওই রিট আবেদনটিতে কোনো আদেশ হয়নি। তার হলফনামায় তিনি বলেছেন, এত সাল থেকে এত সাল পর্যন্ত আমার ঋণের পুনঃতফসিলের আবেদন করা হলেও ব্যাংক কী করেছে আমার জানা নেই।’ কাজল বলেন, তার মানে তিনি ঋণ খেলাপি। যদিও অর্থমন্ত্রীর দুটি চিঠি আছে তার পক্ষে। আন্দালিভ রহমান পার্থর বক্তব্য হচ্ছে, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও অনুযায়ী একজন ঋণ খেলাপি ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। সুতরাং তিনি নির্বাচনের জন্য যোগ্য হতে পারবেন না। নির্বাচন কমিশনের আইনজীবীর উপস্থিতিতে শুনানির জন্য আদালত বুধবার পরবর্তী শুনানির জন্য রাখে।’

 

 

সর্বশেষ খবর