মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
নির্বাচনে সহিংসতার আশঙ্কা

রেলওয়ের ‘ঝুঁকিপূর্ণ’ এলাকায় বিশেষ সতর্কতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ট্রেন চলাচলে বিশেষ সতর্ক ব্যবস্থা গ্রহণ করেছে। বিগত নির্বাচনে সারা দেশে রেলওয়ের ওপর নাশকতা হয়েছিল। এসব কারণে এবারের একাদশ নির্বাচনেও নির্দিষ্ট কিছু জেলার গুরুত্বপূর্ণ সেকশনগুলোকে বিশেষ নজরে রাখতে নির্দেশনা জারি করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, নরসিংদী, ময়মনসিংহ, জামালপুর ও হবিগঞ্জ জেলাকে অধিক ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা  হয়েছে। গত ২১ ডিসেম্বর হবিগঞ্জে নাশকতার উদ্দেশ্যে রেললাইন উপড়ে ফেলার ঘটনার পর রেলওয়ে ও যাত্রী সাধারণের নিরাপত্তার স্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্য কর্মকর্তা (সিসিএম) সরদার শাহাদাত আলী। রেলওয়ে সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন রেলের প্রতিটি কেন্দ্রীয় কন্ট্রোলরুমে একজন করে প্রথম শ্রেণির কর্মকর্তা (পরিবহন বিভাগ) শিফটিং ভিত্তিতে কাজ করবেন।  উদ্ভূত পরিস্থিতিতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা ও রেলপথে নাশকতার ঘটনা এড়াতে গত ২১ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত এক চিঠিতে রেলওয়ের বিভিন্ন বিভাগে এই নির্দেশনা জারি করা হয়েছে। এর ফলে ঢাকা, চট্টগ্রাম, লালমনিরহাট, পাকশী, পাহাড়তলী ছাড়াও সবগুলো কেন্দ্রীয় কন্ট্রোলরুম ২৪ ঘণ্টাই ঊর্ধ্বতন কর্মকর্তার তদারকিতে রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই বিশেষ সতর্কতা থাকবে।

 

সর্বশেষ খবর