মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

গ্রামীণ যুক্তরাজ্য বন্ধে ইউনূস সেন্টারের দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

গ্রামীণ যুক্তরাজ্য বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেছে ঢাকার ইউনূস সেন্টার। গতকাল সংস্থাটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ‘স্কটল্যান্ডের বহু নেতৃস্থানীয় ব্যক্তির সহযোগিতা এবং প্রতিষ্ঠানটির সদিচ্ছা সত্ত্বেও গ্রামীণ যুক্তরাজ্য বন্ধ হয়ে যাওয়ায় আমরা ব্যথিত। এটা অত্যন্ত দুঃখজনক যে, এই ছোট কর্মসূচিটি বন্ধ করে দিতে হয়েছে।’ গত রবিবার যুক্তরাজ্যে গ্রামীণ ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে বিবিসি বাংলা। সেখানে বলা হয়, ‘এই ফাউন্ডেশনেরও ছয়জন পরিচালকের একজন ছিলেন অধ্যাপক ইউনূস, যেটি যুক্তরাজ্যের গ্রামীণ হিসেবেই বিবেচিত হয়ে আসছিল।’ ইউনূস সেন্টার জানায়, ‘প্রফেসর মুহাম্মদ ইউনূস তার বিভিন্ন দায়িত্বভারের কারণে ফাউন্ডেশনকে সময় দিতে না পারায় গ্রামীণ যুক্তরাজ্য প্রতিষ্ঠার পরপরই এর পরিচালনা পরিষদ থেকে অব্যাহতি নেন। গ্লাসগোর একজন অভিজ্ঞ ব্যাংকারকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয় এবং কর্মসূচিটির সব স্টাফ গ্লাসগোর স্থানীয় লোক।’ কর্মসূচির শুরুর দিকে বাংলাদেশ থেকে কিছু বিশেষজ্ঞ নেওয়া হলেও শিগগিরই তাদের জায়গায় স্থানীয় লোক নিয়োগ দেওয়া হয় বলে উল্লেখ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে। এতে আরও বলা হয়, ‘বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের সাফল্যে অনুপ্রাণিত হয়ে গ্লাসগোর সুবিধাবঞ্চিত মানুষদের কাছে ক্ষুদ্র ঋণের সুবিধা পৌঁছে দিতে স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যে গ্রামীণ মডেলে ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করার উদ্দেশ্যে গ্রামীণ স্কটল্যান্ড ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। বিশিষ্ট সমাজকর্মী উইলিয়াম রো, সিবিই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নিযুক্ত হন। অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ছাড়াও গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর প্রফেসর পামেলা গিলেস নবগঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদে সদস্য হিসেবে নিযুক্ত হয়েছিলেন।’

সর্বশেষ খবর