মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিমান বাহিনীর ১১০ সদস্য মালি যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিমান বাহিনী মালিতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্টের প্রতিস্থাপন করতে যাচ্ছে। বিমান বাহিনীর ১১০ জন সদস্য মালি যাচ্ছেন। উল্লেখ্য, এবারই প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালিতে বিমান বাহিনীর চারজন মহিলা কর্মকর্তা নিয়োজিত হতে যাচ্ছেন।

আইএসপিআর জানায়, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত গতকাল বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ মালিগামী কন্টিনজেন্টের সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্ট সদস্যদের সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান।

সর্বশেষ খবর