বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

৩২০০ কোটি টাকার উন্নয়ন করেছি

------- গোলাম দস্তগীর গাজী

রূপগঞ্জ প্রতিনিধি

৩২০০ কোটি টাকার উন্নয়ন করেছি

আসন্ন সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ১০ বছরে রূপগঞ্জে ৩২০০ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। দস্তগীর গাজী বুধবার বিকালে কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় জনসংযোগকালে বক্তৃতা করছিলেন। তিনি বলেন, ২৪০ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ১২০৮ মিটার দৈর্ঘ্যরে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকার ফ্লাইওভার, ১০০ কোটি টাকা ব্যয়ে শীতলক্ষ্যা নদীর রূপগঞ্জের মুড়াপাড়ায় সেতু নির্মাণ, মুড়াপাড়া কলেজ সরকারিকরণ, ১৩ কোটি টাকা ব্যয়ে চনপাড়া টু কামসাইর দৃষ্টিনন্দন সড়ক, এ ছাড়া ১৮০০ কোটি টাকা ব্যয়ে সড়ক, কালভার্ট, সেতু, ব্রিজ সংস্কার ও নির্মাণে দিন দিন নতুন সাজে সেজেছে রূপগঞ্জ। এ ছাড়া রূপসী-মুড়াপাড়া-কাঞ্চন সড়কটি এশিয়ান ডেভেলপমেন্ট সোসাইটির অর্থায়নে চার লেনে উন্নীত করার জন্য ২০১৭-১৮ অর্থবছরে ২৫০ কোটি টাকার বরাদ্দ এসেছে। আবার শীতলক্ষ্যার পশ্চিমপাড় এলাকার ডেমরা-রূপগঞ্জ-কালীগঞ্জ সড়কের পূর্বাচল উপশহর ৪ নম্বর সেক্টর পর্যন্ত ২১ কিলোমিটার সড়কের উভয় পাশে ৩০ ফুট করে প্রশস্ত করার কাজ প্রক্রিয়াধীন। তাই রূপগঞ্জের আরও উন্নয়ন ও অসমাপ্ত কাজগুলো শেষ করতে শেখ হাসিনার সরকারের ফের ক্ষমতায় যাওয়া খুবই জরুরি। গণসংযোগকালে এমপির সঙ্গে ছিলেন কায়েতপাড়া ইউপি ও রংধনু গ্রুপ চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকু, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু, যুবলীগ নেতা হাজী শফিকুল ইসলাম, আবদুল আউয়াল, কায়েতপাড়া ইউপি আওয়ামী লীগ সেক্রেটারি অ্যাডভোকেট আউয়াল প্রমুখ।

সর্বশেষ খবর