বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএনপির মাথায় এখন খালেদা জিয়া নেই

----------- আলাউদ্দিন নাসিম

ফেনী প্রতিনিধি

বিএনপির মাথায় এখন খালেদা জিয়া নেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন, বিএনপির মাথায় এখন আর খালেদা জিয়া নেই। ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবেন তারা জানে না। বিএনপির ওপর ভর করেছেন ড. কামাল। কামালের মাথায় মগজ না থাকায় অনেক আগেই ছুড়ে ফেলেছে আওয়ামী লীগ। গতকাল ফুলগাজী বাজারে ফেনী-১ আসনে মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাসদ সাধারণ সম্পাদক শিরিন আখতারের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ আসনে মহাজোটের প্রার্থী শিরিন আখতার, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী জামাল উদ্দিন। নাসিম আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে ৩০ জুনের মধ্যে মুহুরী কুহুয়া নদীর ওপর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হবে। তিনি বলেন, নিজের জন্য কখনো কিছু চাইনি। মাতৃতুল্য শেখ হাসিনার হাত শক্তিশালী করতে শিরিন আখতারের জন্য ভোট চাইছি। শিরিন আখতার জিতে গেলে শেখ হাসিনা জিতে যাবেন।

খালেদা জিয়া সম্পর্কে শিরিন আখতার বলেছেন, এ এলাকার মানুষ বার বার খালেদা জিয়াকে ভোট দিয়েছে। কিন্তু খালেদা জিয়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারেননি। নৌকা জিতে গেলে হেরে যায় সন্ত্রাস-জঙ্গিবাদ।

সর্বশেষ খবর