বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নিয়োগ পেলেন আরও ২৯ নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দিয়ে আরও ২৯ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিসিএস প্রশাসন ক্যাডারের উপসচিব ও সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। এর আগে ২৩ ডিসেম্বর ৬৩৭ জন কর্মকর্তাকে নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। নিয়োগপ্রাপ্ত এসব ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনা এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অপরাধ প্রতিরোধ কাজে ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

জনপ্রশাসনের আদেশে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আজ ২৭ ডিসেম্বর সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যোগদান করবেন। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের নিজ নিজ বিভাগীয় কমিশনারের কাছে যোগ দিতে হবে। ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকরা প্রয়োজনীয়তার নিরিখে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন করবেন।

সর্বশেষ খবর