শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
কেন্দ্রে কেন্দ্রে বাড়ছে ঝুঁকি

চট্টগ্রামে ১১০০ কেন্দ্র নিয়ে শঙ্কা

নির্বাচনী হাওয়া সারা দেশে

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর ও জেলার মধ্যে ১ হাজার ১০০-এর বেশি ভোট কেন্দ্রই গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি থাকবে। এসব কেন্দ্রে নিরাপত্তা ও দ্বিগুণ পুলিশ বাড়ানো হয়েছে। নগর ও জেলার ১৬টি নির্বাচনী আসন বা ৩২টি থানার মধ্যে ১ হাজার ৮৯৭টি কেন্দ্র রয়েছে। জানা গেছে, চট্টগ্রাম নগরের ১৬ থানার ৫৯৫ কেন্দ্রের মধ্যে ২৯৬টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। নির্বাচনী প্রচার কার্যক্রমের শেষ সময়ে অবশ্য বড় ধরনের কোনো সহিংসতা হয়নি। তবে ভোটের দিন কিছু কিছু এলাকায় আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে         আশঙ্কা রয়েছে। সেসব এলাকার কেন্দ্রগুলোকেও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম জেলার চেয়ে নগরে আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য অপেক্ষাকৃত বেশি পুলিশ মোতায়েন থাকবে। চট্টগ্রাম মহানগর অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোয় পুলিশের সংখ্যা দ্বিগুণ থাকবে। এ ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে ১০ থেকে ১১ জন এবং সাধারণ কেন্দ্রে ৬ জন পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত রয়েছে। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুর এ আলম মিনা বলেন, জেলার ১৬ থানার ১ হাজার ৩০২ ভোট কেন্দ্রের মধ্যে ৮৩২টিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোয় একজন অস্ত্রধারী পুলিশ কর্মকর্তার নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৪ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ খবর