শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
কেন্দ্রে কেন্দ্রে বাড়ছে ঝুঁকি

সিলেটে ১৫৭২ কেন্দ্রে নজর প্রশাসনের

নির্বাচনী হাওয়া সারা দেশে

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেট বিভাগের চার জেলায় সংসদীয় আসন রয়েছে ১৯টি। তার মধ্যে সিলেট জেলায় ছয়টি, সুনামগঞ্জে পাঁচটি, মৌলভীবাজারে চারটি এবং হবিগঞ্জে চারটি আসন রয়েছে। এসব আসনে মোট ২৮০৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১৫৭২ কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ‘অধিক ঝুঁকিপূর্ণ’ কেন্দ্র আছে ২১২টি। বাকি ১০২১ কেন্দ্র ‘সাধারণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, সিলেট জেলায় ভোট কেন্দ্র আছে ৯৯২টি। তন্মধ্যে ‘ঝুঁকিপূর্ণ’ কেন্দ্র ৬০৭টি, বাকি ৩৮৫টি কেন্দ্র সাধারণ। সুনামগঞ্জ জেলার ৬৬৮টি ভোট কেন্দ্রের মধ্যে ‘ঝুঁকিপূর্ণ’ কেন্দ্র ৪১৭টি। সাধারণ কেন্দ্র আছে ২৫১টি। মৌলভীবাজার জেলায় ৫১২টি ভোট কেন্দ্র রয়েছে। সিলেট বিভাগের মধ্যে শুধু এ জেলাতেই ‘অধিক ‘ঝুঁকিপূর্ণ’ কেন্দ্র আছে। এ জেলায় ২১২টি কেন্দ্রকে ‘অধিক ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া ১২৬টি কেন্দ্র ‘ ‘ঝুঁকিপূর্ণ’ এবং ১৭৪টি কেন্দ্রকে সাধারণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বিভাগের হবিগঞ্জ জেলার ৬৩৩টি ভোট কেন্দ্রের মধ্যে দুই-তৃতীয়াংশই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত হয়েছে। এ জেলার ৪২২টি কেন্দ্র ‘ঝুঁকিপূণ’ এবং সাধারণ কেন্দ্র রয়েছে ২১১টি। সবমিলিয়ে সিলেট বিভাগের ২৮০৫টি ভোট কেন্দ্রের মধ্যে প্রায় ৬৪ ভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। জানা গেছে, সিলেট মহানগরী এলাকার সাধারণ ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তায় পুলিশ ও আনসার বাহিনীর অন্তত ১৬ জন সদস্য নিযুক্ত থাকবেন। তার মধ্যে অস্ত্রধারী পুলিশ ৩-৪ জন থাকবে। এ এলাকার ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অস্ত্রধারী ৪-৬ জনসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১৭ জন সদস্য নিযুক্ত থাকবেন। সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইসরাইল হোসেন জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর