শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নৌকার সমর্থনে যুবলীগ দক্ষিণের বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক

নৌকার সমর্থনে যুবলীগ দক্ষিণের বর্ণাঢ্য শোভাযাত্রা

সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনে গতকাল নৌকায় ভোট চেয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে ঢাকা মহানগরী দক্ষিণ যুবলীগ - বাংলাদেশ প্রতিদিন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনে নৌকায় ভোট চেয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করল ঢাকা মহানগরী দক্ষিণ যুবলীগ। হাজার হাজার নেতা-কর্মীর লাল-সবুজের বর্ণাঢ্য র‌্যালিপূর্ব সমাবেশে সংগঠনটি ঘোষণা করল- জেগেছে যুবসমাজ, বেঁধেছে জোট, এবার দেবে নৌকায় ভোট। জয় বাংলা, বাংলার জয়, জিতবেই নৌকা। কালো টাকা ছিটিয়ে লাভ হবে না, দেশের জনগণ উন্নয়নের জন্য নৌকায় ভোট দেবে। গতকাল সকাল ৯টা থেকেই ঢাকা মহানগরী দক্ষিণ যুবলীগের ৭৫টি ওয়ার্ড ও ২৪টি থানার নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমবেত হন ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। নেতা-কর্মীদের হাতে সংগঠনের পতাকা, গায়ে সবুজ টি-শার্ট এবং মাথায় সবুজ ক্যাপ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ‘নৌকা, নৌকা, শেখ হাসিনা, নৌকা, শেখ হাসিনা’ মিছিলে মিছিলে প্রকম্পিত হয়ে ওঠে গোটা এলাকা। মিছিল শুরুর আগে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা মহানগরী দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। তিনি বলেন, আজকে দেশের যুবসমাজ জেগে উঠেছে। তারা বেঁধেছে জোট, এবার দেবে নৌকায় ভোট। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কালো টাকা ছিটিয়ে লাভ হবে না, দেশের জনগণ উন্নয়নের জন্য নৌকায় ভোট দেবে। ৩০ ডিসেম্বর আমরা যুবসমাজ ভোটের মাধ্যমে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আনব। পরে বঙ্গবন্ধু এভিনিউ থেকে নৌকার পক্ষে র‌্যালি শুরু হয়ে পল্টন, প্রেস ক্লাব, মৎস্য ভবন এলাকা প্রদক্ষিণ করে শান্তিনগরে এসে শেষ হয়। র‌্যালির আগে সকাল ৯টা থেকে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থাকা বড় পর্দায় নির্বাচনী প্রচারণামূলক ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। যেখানে আওয়ামী লীগের সফলতা, বিরোধী রাজনৈতিক দলগুলোর ক্ষমতার অপব্যবহারসহ ব্যঙ্গাত্মক চিত্র এবং দেশের বরেণ্য তারকা শিল্পীদের নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণামূলক বাণীর প্রামাণ্যচিত্র দেখানো হয়।

সর্বশেষ খবর