শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

অপহরণের পর মিলল স্কুলছাত্রের লাশ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের বাহাদুরপুর এলাকা থেকে অপহরণের এক দিন পর এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইফতিয়াক হোসেন নিফাত (১১) সদর থানার বাহাদুরপুর এলাকার হযরত আলীর ছেলে। সে স্থানীয় ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল থেকে এ বছর পিইসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছিল। দুই ভাইয়ের মধ্যে নিফাত ছোট। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বেলা ১২টার দিকে বাড়ির পাশে খেলতে যায় নিফাত। ঘণ্টাখানেক পর সে আর বাসায় না ফেরায় সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন স্বজনরা। একপর্যায়ে নিফাত অপহরণকারীদের হেফাজতে আছে এমন দাবি করে মোবাইল ফোনে তার বাবা হযরত আলীর কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে এবং পুলিশে খবর দিলে ছেলের ক্ষতি হবে বলে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নিফাতের মামাতো ভাই আশাদুল হক বাদী হয়ে ওই দিনই গাজীপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেন এবং অপহরণের বিষয়টি র‌্যাবকে জানান। গতকাল সকালে বাড়ির পাশে বাঁশঝাড়ের নিচে নিফাতের লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর জানান, অপহরণের অভিযোগ পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করতে সারা রাত গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। নিফাতকে শ^াস রোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপহরণকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে।

ধারণা করা হচ্ছে, পারিবারিক শত্রুতার জের ধরে কাছেই কোথাও শিশুটিকে হত্যার পর দুর্বৃত্তরা বাড়ির পেছনে লাশ ফেলে রেখে গেছে। এ প্রতিবেদন তৈরি পর্যন্ত জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সর্বশেষ খবর