শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিনামূল্যের বই বিতরণ উৎসব ১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রতি বছরের মতো এবারও আগামী ১ জানুয়ারি সারা দেশে বই উৎসব পালিত হবে। প্রাক-প্রাথমিক থেকে শুরু করে নবম শ্রেণি পর্যন্ত স্কুল, মাদ্রাসা ও ভোকেশনালে মোট ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি নতুন বই বিনামূল্যে বিতরণ করা হবে। রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে কেন্দ্রীয়ভাবে এ উৎসবের  উদ্বোধন করা হবে। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীরসহ অন্যরা উপস্থিত থাকবেন। একই সঙ্গে বছরের প্রথম দিন সারা দেশেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বই উৎসব চলবে। বই উৎসবের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

সর্বশেষ খবর