শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে নিয়ে নৌকার বিজয় ঘরে তুলবেন সেলিমা

নিজস্ব প্রতিবেদক

ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে নিয়ে নৌকার বিজয় ঘরে তুলবেন সেলিমা

বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে খ্যাত কুমিল্লা-১ ও ২ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ধানের শীষের প্রার্থী হয়েছেন। সেই দুই আসনের একটি কুমিল্লা-২-এ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকার প্রার্থী হয়েছেন বিশিষ্ট নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ। তার বাবার বাড়ি কুমিল্লার হোমনায়।  রাজনীতির বাইরে থেকে এসে হঠাৎ মহাজোটের প্রার্থী হলেও মেধা, যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতায় ইতিমধ্যে তিনি এলাকায় সাড়া ফেলে দিয়েছেন। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও পারস্পরিক দূরত্ব ঘুচিয়ে মহাজোট নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে এরই মধ্যে তিনি ব্যাপক সাফল্য দেখিয়েছেন।

সেলিমা আহমাদ মেরী নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং এই গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আবদুল মাতলুব আহমাদের স্ত্রী। বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও সভাপতি। এ ছাড়া রাষ্ট্র্রায়ত্ত জনতা ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তার এই মনোনয়নে ক্ষুব্ধ হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ২০০৮ সালের নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত মো. আবদুল মজিদ। এ ছাড়া সেলিমার ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়ান জাতীয় পার্টির নেতা আমির হোসেন ভূঁইয়া। ২০১৪ সালের নির্বাচনে এই আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়েছিলেন তিনি। এবার মহাজোটের মনোনয়ন না পেয়ে দলীয় প্রতীক লাঙ্গলের প্রার্থী হয়ে কিছুদিন প্রচার চালান। তবে সোমবার এক সভায় আমির হোসেন ভূঁইয়া নৌকার প্রার্থী সেলিমা আহমাদকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। একই সভায় নৌকাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ। ফলে কুমিল্লা-২ আসন থেকে নৌকার জয়লাভের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। উল্লেখ্য, ১৯৭৩ সালের নির্বাচন ছাড়া এ আসন থেকে আর কোনো নির্বাচনে নৌকা প্রতীক জয়লাভ করতে পারেনি।  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১-এর পাশাপাশি কুমিল্লা-২ আসনে সেলিমার শক্ত প্রতিদ্বন্দ্বী। ২০০৮ সালে আওয়ামী লীগ আসনটি পুনরুদ্ধার করে। এবার ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে সামনে রেখে সেলিমা আহমাদ নৌকার বিজয় ঘরে তুলতে পারবেন বলে আশা করছেন স্থানীয় ভোটাররা।

সর্বশেষ খবর