শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

মোবাইল ব্যাংকিং চালু রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক

মোবাইল ব্যাংকিং চালু রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু। গতকাল পল্লবীতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে তিনি বলেন, মোবাইল ব্যাংকিং নাগরিক জীবনে আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত। সাধারণ মানুষ চিকিৎসাসহ জরুরি প্রয়োজনে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে থাকেন। গতকাল বিকাল ৫টা থেকে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ না হওয়া পর্যন্ত মোবাইল ব্যাংকিং বন্ধ করে দেওয়ায় গ্রাহকরা অসুবিধায় পড়ছেন।  ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন। এটা অনেকটা     সামাজিক বিপর্যয়ের শামিল। অন্যদিকে ইন্টারনেট এত স্লো করা হয়েছে যে, যা ইন্টারনেট ব্যবহারের অযোগ্য। নির্বাচনে সহিংসতা বন্ধের জন্য এ সিদ্ধান্ত অপ্রত্যাশিত। মোবাইল ব্যাংকিংয়ে টাকা লেনদেনের সীমা নির্ধারণ করা যেতে পারে। কিন্তু একেবারে বন্ধ করা উচিত নয়। এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করছি। এ সময় সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মো. জালাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর