শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
যা বললেন সিলেট-১ আসনের দুই প্রার্থী

সরকার গঠন করবে আওয়ামী লীগ

------------- ড. মোমেন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সিলেট-১ আসনে মহাজোট মনোনীত প্রার্থী, জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশে সবার অংশগ্রহণে নির্বাচন চাই। আমরা বিশ্বাস করি, ৩০ তারিখ সিলেটসহ সারা দেশে জনগণ নৌকায় ভোট দিবে এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও সরকার গঠন      করবে। গতকাল সকালে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার প্রসঙ্গে ড. মোমেন বলেন, পুলিশ বলছে তারা মামলার আসামি গ্রেফতার করছে। এই গ্রেফতারের সঙ্গে আমার বা আমার দল আওয়ামী লীগের কোনো হাত নেই। কেউ অন্যায়ভাবে গ্রেফতার হলে এ নিয়ে বিএনপি নেতারা পুলিশ ও নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে পারে। তবে পুলিশ সত্যি সত্যি গণগ্রেফতার করলে তা খুবই দুঃখজনক। ড. মোমেন বলেন, সৌহার্দ্য-সম্প্রীতির নগরী সিলেটে সবাই সমানতালে প্রচারণা চালিয়েছেন। সিলেটের রাজনৈতিক সম্প্রীতির ঐতিহ্য অনেক পুরনো। এটা ভবিষ্যতেও অটুট থাকবে। প্রার্থী হিসেবে আমি আমার কর্মীদের সবসময়ই এ ব্যাপারে বলে আসছি। নির্বাচনী প্রচারে তার কর্মী, সমর্থকরা কোথাও বিশৃঙ্খল আচরণ করেনি বলেও দাবি করেন ড. মোমেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ড. মোমেনের নির্বাচনী প্রধান সমন্বয়ক, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল-কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

সর্বশেষ খবর