শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

পল্টনে জামান টাওয়ারে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পুরানা পল্টনের ১৬ তলাবিশিষ্ট প্রীতম-জামান টাওয়ারে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল বেলা পৌনে ৩টার দিকে জামান টাওয়ারের ৯ম তলায় ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেডের (এনসিআর) ফ্লোরে আগুন লাগে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে ১৫টি ইউনিটের সহযোগিতায় ৩ ঘণ্টার চেষ্টায়    সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, ওই ভবনের তৃতীয় তলায় বিএনপিকে নিয়ে গঠিত ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় রয়েছে। সেখানে বেলা সাড়ে ৩টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। সংবাদ সম্মেলনের জন্য তারা অপেক্ষা করছিলেন। কিন্তু ৯ম তলায় আগুন লাগার কারণে সংবাদ সম্মেলন প- হয়ে যায়। তবে আগুনে কার্যালয়ের ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান জানান, শুক্রবার ছুটির দিনে ওই ভবনের ৯ম তলায় আগুন লাগে। প্রথমে সিঁড়ি দিয়ে পাইপ নিয়ে ওপরে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু প্রচ- ধোঁয়া থাকায় আগুন পর্যন্ত পৌঁছানো সম্ভব হচ্ছিল না। পরে ক্রেন দিয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ভবনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানো চ্যালেঞ্জিং ছিল। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটে ৮০ জন ফায়ার ফাইটার অংশ নেন। ওই ভবন থেকে ১২ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে ১১ তলা থেকে এবং বাকি ৯ জনকে ছাদ থেকে উদ্ধার করা হয়। ওই ভবনে ফায়ার ফাইটিং সিস্টেম ছিল না। কেন ছিল না তা তদন্ত করা হচ্ছে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৯ম তলায় অবস্থিত এনসিআর অফিসের আইটি ম্যানেজার মুশফিক বলেন, ছুটি থাকায় অফিস বন্ধ ছিল। বাবুর্চি আফজাল অফিসে ছিল। সে জুমার নামাজ পড়তে গিয়েছিল। এসে দেখে ধোঁয়া বের হচ্ছে। এরপর আফজাল বুঝতে পারেন তাদের অফিসে আগুন লেগেছে। বাবুর্চি আফজাল বলেন, কম্পিউটার রুম থেকে আগুন লেগেছে। ওই রুম গ্লাস দিয়ে তৈরি। তার ধারণা, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এই অফিসটি পুলিশের সাবেক এসপি মমিন উল্লাহ পাটোয়ারীর।

সর্বশেষ খবর