শিরোনাম
শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

গেরিলা কায়দায় কেন্দ্র দখলের হুমকি দিয়েছেন তারেক : নানক

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ও একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান ভিডিওবার্তার মাধ্যমে নাশকতার নির্দেশনা দিয়েছেন। তারেকের বক্তৃতায় শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বিনষ্টের পরিকল্পনা ও সন্ত্রাস সৃষ্টির নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি সংঘবদ্ধভাবে গেরিলা কায়দায় ভোট কেন্দ্র দখলের  হুমকি দিয়েছেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উৎসবকে তিনি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। গতকাল বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।  জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই ব্যাপক সহিংসতা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে নির্বাচনের আগে ভীতি সঞ্চারের চক্রান্ত চালাচ্ছে। ভুয়া ব্যালট পেপার ছাপিয়ে ও নকল বুথ বানিয়ে সিল মারা নকল ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে গুজব ছড়ানোর নীলনকশা করছে।  পর্যবেক্ষক হিসেবে বিএনপি-জামায়াতের হাজার হাজার ক্যাডার নামানো হচ্ছে- এমন অভিযোগ করে নানক বলেন, বিএনপি-জামায়াতের মদদপুষ্ট একাধিক সংগঠনকে পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত করে হাজার হাজার দলীয় নেতা-কর্মীকে পর্যবেক্ষক হিসেবে মাঠে নামানো হচ্ছে বলে আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের সংস্থা খান ফাউন্ডেশন, খালেদা জিয়ার উপদেষ্টা শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমানের ডেমোক্রেসিওয়াচ, তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত বগুড়াভিত্তিক লাইটহাউস, বিতর্কিত আইনজীবী আদিলুর রহমানের বাংলাদেশ মানবাধিকার পরিষদ নির্বাচন পর্যবেক্ষণ করবে। এ ছাড়াও তাদের (বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট) বিদেশি লবিস্ট ফার্ম এনফ্রেলকে নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হয়েছে। ওই বিদেশি লবিস্ট ফার্মের পেছনে কোটি কোটি টাকা তারা খরচ করেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নানক বলেন, বিএনপি-জামায়াত শুধু ভোট কেন্দ্র দখলের চেষ্টা করছে না। তারা আওয়ামী লীগের ব্যাচ, নৌকার ব্যাচ, নৌকার মনোগ্রাম সংবলিত শীতকালীন মাফলার ও গেঞ্জি ব্যবহার করে বিভিন্ন ধরনের ঘটনা ঘটিয়ে সেই দায়দায়িত্ব আমাদের ওপর চাপিয়ে দিয়ে অপপ্রচারের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে আমরা সজাগ রয়েছি এবং দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুর সবুর, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

সর্বশেষ খবর