শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আজ ও কাল বন্ধ থাকবে পেট্রোল পাম্প

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনী আমেজে রাজধানীর পেট্রল পাম্পগুলো আজ শনিবার থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পেট্রল পাম্পের মালিকরা। মূলত কর্মী সংকট, ব্যাংক বন্ধ এবং মজুত কম থাকায় পেট্রল পাম্প মালিকরা এই সিদ্ধান্ত নিয়েছেন। ভোটের কারণে আগামী সোমবার পর্যন্ত অনেক স্টেশন খুলবে না। এতে সে সময় গাড়ির জ্বালানি তেল ও সিএনজি গ্যাস সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল বিকালে রাজধানীর কয়েকটি পাম্পে এ সংক্রান্ত নোটিসও ঝোলানো হয়েছে। এ জন্য পাম্প মালিক কর্তৃপক্ষ চালকদের কাছে আগে থেকেই জ্বালানি সংগ্রহ করে রাখার পরামর্শ দিয়েছেন। রাজধানীর পেট্রল পাম্পগুলোতে আজ ২৯ ও আগামীকাল ৩০ ডিসেম্বর পাম্প বন্ধ থাকবে বলে প্রবেশপথে বিজ্ঞপ্তি টানিয়ে দেওয়া হয়েছে। ফিলিং স্টেশন মালিকরা জানান, শনিবার দিবাগত রাত থেকে পরিবহন বন্ধ থাকবে, তাই তেল বিক্রি হবে না। ভোট গ্রহণের জন্য জ্বালানি সরবরাহ বন্ধ রাখা হবে। নির্বাচনের দিন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনও (বিপিসি) তেল সরবরাহ বন্ধ রাখবে। বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারহান নূর বলেন, অনেক স্টেশন মালিক ভোটের জন্য তাদের কর্মীদের ছুটি দিয়েছেন। কর্মীরা ভোট দিতে গ্রামে যাবেন। এতে কর্মী সংকট থাকবে। বিপিসির জেনারেল ম্যানেজার (বাণিজ্যিক) আবু হানিফ জানান, নিয়ম অনুযায়ী শুধু ৩০ তারিখ ছুটির দিন তেল সরবরাহ বন্ধ রাখবে বিপিসি। এতে সোমবার পর্যন্ত ৪০ ভাগ স্টেশনে তেল বিক্রি বন্ধ থাকতে পারে।

সর্বশেষ খবর