রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভিন্ন ভিন্ন জোট প্রার্থীদের অভিন্ন এক বার্তা

চট্টগ্রাম

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন চট্টগ্রামের ১৬ আসনের দুই জোটের প্রার্থীরা নেতা  কর্মীদের অভিন্ন বার্তা দিয়েছেন। প্রার্থীরা নির্বাচনে নিজেদের বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের নানান নির্দেশনা দিয়েছেন। নির্বাচনে অংশ নেওয়া দুই জোট ছাড়াও অন্যান্য দলের প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন হলে বিজয় সুনিশ্চিত বলে দাবি করেছেন। জানা যায়, গতকাল শনিবার চট্টগ্রামের ১৬ আসনের প্রত্যেক প্রার্থীই কেন্দ্রভিত্তিক   নেতা-কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। বৈঠকে ভোট গ্রহণের দিনের জন্য নেতা-কর্মীদের নানান নির্দেশনা দিয়েছেন। এসব নির্দেশনার মধ্যে রয়েছে সাধারণ ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করা, প্রতিপক্ষ রাজনৈতিক দলের কালো টাকা বিতরণের বিষয়ে সতর্ক থাকা, কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ইত্যাদি। এ ছাড়া নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি ও বিজয় নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করতে অনুরোধ করা হয়েছে।

হ্যাটট্রিক জয়ের মিশন নিয়ে আজ নির্বাচনী চূড়ান্ত যুদ্ধে নামছেন দেশের অন্যতম প্রবীণ রাজনীতিক ও চট্টগ্রাম-১ আসনের মহাজোটের প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। গতকাল তিনি নেতা-কর্মীদের নিয়ে দফায় দফায় বৈঠক করে বিভিন্ন নির্দেশনা দেন। মাঠে নিজের অবস্থান সুদৃঢ় দাবি করে তিনি বলেন, ‘ভোটের দিন এলাকায় অবস্থান করে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য প্রশাসনকে সহযোগিতা ও ভোটারদের কেন্দ্রে আনতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

একইভাবে টানা তৃতীয় জয়ের প্রত্যাশা করছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মহাজোটের ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, ‘মহাজোটের নেতা-কর্মীদের এলাকায় অবস্থান করে ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নাশকতাকারীরা যাতে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে দিকে নজর রাখতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনের ২০ দলীয় জোটের প্রার্থী আবু সুফিয়ান বলেন, ‘ভোটের দিন কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু রাখতে পারলে আমাদের বিজয় সুনিশ্চিত। তাই একটি দিন কেন্দ্রে অবস্থান করে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসতে নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, ‘ভোটের দিন সকাল থেকে কেন্দ্রে অবস্থান করতে নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

চট্টগ্রাম-১১, ১২ এবং ১৩ আসনের ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা এমএ মতিন বলেন, ভোটের দিন মাঠ দখলে ধরে রাখতে নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী মুহাম্মদ ওয়াহেদ মুরাদ বলেন, ‘নির্বাচনের দিন সকাল থেকেই দলীয় নেতা-কর্মী, ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্তগণ, ভোট কেন্দ্রভিত্তিক কমিটির সদস্যরা এবং সমর্থক-শুভাকাক্সক্ষীদের ভোট কেন্দ্রে অবস্থান করার জন্য বলা হয়েছে। তা ছাড়া বয়োবৃদ্ধ এবং মহিলা ভোটারদের ভোট কেন্দ্রে যাতায়াতে সহযোগিতা করার জন্যও বলা হয়েছে। আমরা চাই, নির্বাচনের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ।’

সর্বশেষ খবর