শিরোনাম
সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সিলেটে উৎকণ্ঠা ছাপিয়ে শান্তিপূর্ণ ভোট

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে উৎকণ্ঠা ছাপিয়ে শান্তিপূর্ণ ভোট

সাম্প্রতিক সময়ে সিলেটে বিভিন্ন জঙ্গি সংগঠনের তৎপরতার পরিপ্র্রেক্ষিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে নাশকতার শঙ্কা প্রকাশ করেছিলেন আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা। এ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যেও উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছিল। তবে সব উৎকণ্ঠা ছাপিয়ে গতকাল (রবিবার) সিলেটে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে ভোট। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোটের মাঠে ভোটারদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। সিলেটে সংসদীয় আসন রয়েছে ছয়টি। এসব আসনে এবার ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট এবং বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট এবার নির্বাচনকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নেওয়ায় সিলেটে সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ বিরাজ করছিল। ভোট গ্রহণের আগের সপ্তাহে সিলেটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীর তিন সদস্য গ্রেফতার হওয়ায় উৎকণ্ঠা আরও বেড়ে যায়। তবে র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতায় শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই গতকাল ভোট গ্রহণ শেষ হয়। এর মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনাও ঘটে। গতকাল সকাল সাড়ে ৯টায় নগরীর মেজরটিলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সকাল ১০টায় নগরীর মদিনা মার্কেটে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়, সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সুরমার রেবতি রমণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বিকট শব্দে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এ সময় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় ভোটগ্রহণ ১০ মিনিট বন্ধ ছিল। সকাল সোয়া ১১টায় শিবগঞ্জ স্কলার্স হোম ভোট কেন্দ্রে গ-গোলের খবর পাওয়া যায়। বেলা সোয়া ১২টার দিকে নগরীর পাঠানটুলায় শাহ জালাল জামেয়ায় আওয়ামী লীগের একটি অস্থায়ী কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টায় সিলেট সদর উপজেলার সোনাতলা এলাকার সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা ভোট কেন্দ্রে বিএনপি নেতা-কর্মীরা হামলা চালায়। এ সময় পোলিং অফিসার মাওলানা বোরহান উদ্দিন আহত, পোলিং এজেন্ট আজিজ পাশা, নুরে আলম সিরাজীসহ কয়েকজন আহত হন। নির্বাচনের পরিস্থিতি সম্পর্কে র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ বলেন, সিলেটে কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এর বাইরে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, দু-তিনটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিলেটে ভোটের পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ।

সর্বশেষ খবর