সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ফলাফল প্রত্যাখ্যান করল বাম জোট

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল বিকালে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জোট নেতারা এ কথা জানান। এতে লিখিত বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা শুভ্রাংশ চক্রবর্তী, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল    হক প্রমুখ। নেতারা বলেন, গোটা দেশকে অবরুদ্ধ করে কোটি কোটি ভোটারদের ভোটাধিকার হরণ করে আরও একবার জবরদস্তিমূলক প্রহসনের নির্বাচন মঞ্চস্থ করা হলো। বাম গণতান্ত্রিক জোট এই নির্বাচন ও নির্বাচনের ফলাফলকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। তারা বলেন, আগের রাতে ব্যালট বাক্সে ভর্তি করে রাখা নিরাপত্তার নামে নজিরবিহীন ভয়ভীতি ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। বাম জোটের একাধিক প্রার্থীসহ বিরোধী দলগুলোর প্রার্থী ও এজেন্টদের আটক, শারীরিকভাবে লাঞ্ছিত, কেন্দ্র থেকে জোর করে বের করে দেওয়ায় দেশবাসীও তাই মনে করে।

সর্বশেষ খবর