শিরোনাম
সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

জনগণের রায় নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না : নানক

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বাংলাদেশের গত ৪৭ বছরের ইতিহাসে এবারের নির্বাচন সংঘাতহীন হয়েছে। যদিও কিছু কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে সেগুলো খুবই নগণ্য। তৃতীয় বিশ্বের যে কোনো দেশে সাধারণ নির্বাচনে এর চেয়ে অনেক বেশি সংঘাত হয়। হতাহতের সংখ্যা অনেক বেশি থাকে। জনগণ আমাদের পক্ষে গণরায় দিয়েছে। জনগণের এই রায় নিয়ে কাউকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। গতকাল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  নানক বলেন, আমরা মনে করি এবারের নির্বাচন যে কোনো সময়ের চেয়ে শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে। যে ১০ জনের প্রাণ গেছে তারা সবাই আওয়ামী লীগের নেতা-কর্মী। আমরা অনেক আগে থেকেই আশঙ্কা করেছিলাম যে, বিএনপি-জামায়াত তাদের শেষরক্ষার জন্য যে কোনো ধরনের অপতৎপরতা চালাতে পারে। আমরা এ জন্য দেশবাসীকে বারবার সতর্ক করেছি। দেশবাসী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে তারা বড় ধরনের কোনো নাশকতা চালাতে পারেনি। তিনি বলেন, বিএনপি-জামায়াত নিশ্চিত পরাজয় জেনে ভোটের আগের রাত থেকেই আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। তারা সারা দেশে বিভিন্ন ভোট কেন্দ্রে সহিংসতা করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আরেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, ইঞ্জিনিয়ার আবদুস সবুর, দেলোয়ার হোসেন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, রিয়াজুল কবির কাওছার, গোলাম রব্বানী চিনু, মোল্লা মো. আবু কাওছার, মাহমুদ হাসান রিপন প্রমুখ।

সর্বশেষ খবর