সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সন্ত্রাসের জনপদ রাউজানে অন্যরকম ভোট

সাইদুল ইসলাম, রাউজান (চট্টগ্রাম) থেকে ফিরে

বহু বছর পর এবার রাউজানে এসেছে নতুন চমক। ভোটের মাধ্যমে নতুন দৃষ্টান্তও সৃষ্টি করেছে রাউজানবাসী। সন্ত্রাসের জনপদ খ্যাত রাউজানের প্রতিটি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত শুধু বয়োবৃদ্ধ পুরুষ-মহিলা নয়, তরুণ ভোটারদের মাঝেও ছিল ভোট প্রদানের উৎসাহ-উদ্দীপনা। রাউজানে এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবে পরিণত হয়েছিল। কোথাও অনিয়ম-বিশৃঙ্খলা, মারামারি হয়নি। ছিল সেনাবাহিনী, বিজিবি টহল ও প্রশাসনের ব্যাপক সতর্কতা। তা ছাড়া এবার প্রথম ভোট দেওয়া ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারার কারণে তরুণ ভোটারদের মাঝে আলাদা আনন্দ ছিল। হেলাল ও বেলাল দুই ভাই। জীবনের প্রথম ভোট দিতে এসেছেন রাউজানের অলিমিয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। ভোট দিয়ে হাসিমুখে বাইরে এসেছেন। এ সময় তারা বললেন, ‘জীবনে প্রথম ভোট দিয়েছি। খুব ভালো লেগেছে। সবদিকে যেভাবে আতঙ্ক বিরাজ করছিল, টেনশনে ছিলাম নিজের ভোটটি দিতে পারব কিনা। শেষ পর্যন্ত নিজের ভোটটি দিতে পেরেছি। পছন্দের প্রার্থীকে দিয়েছি। ভোট দিতে পেরে অন্যরকম ভালোলাগা কাজ করছে।’ তা ছাড়া নোয়াপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন সাব্বির রহমানসহ অসংখ্য নতুন ভোটার। ভোট দিতে পেরে তাদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। অন্যদিকে রাউজানের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরী গহিরা কলেজে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। সকাল ৮টায় ফজলে করিম ভোট দেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে ফারাজ করিম চৌধুরী, ফারহান করিম চৌধুরীসহ পরিবারের সদস্য এবং দলীয় নেতারা। ভোট দিয়ে বের হয়ে ফজলে করিম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘রাউজানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। প্রধানমন্ত্রী গত ১০ বছরে যে উন্নয়ন করেছেন, তার মূল্যায়ন ব্যালটের মাধ্যমে দেবে দেশের জনগণ। আমার বিশ্বাস, ভোটাররা আবারও আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’ প্রবাসী জসিম উদ্দিন বলেন, রাউজানের প্রতিটি কেন্দ্রে সকাল থেকে শীত উপেক্ষা করে ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। গণসংযোগের সময় এ বি এম ফজলে করিম চৌধুরী প্রায় ১৩০টি পথসভা ও গণসংযোগ করেছেন। রাউজান কলেজ কেন্দ্রে ভোটার হাসান (৫০)। সাড়ে ৯টায় ভোট দেন। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছি। প্রথমে লাইন ছোট, বেলা যত বাড়ে লাইন দীর্ঘ হবে ভেবে সকালেই চলে এসেছি।’ নোয়াপাড়া কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন পশ্চিম নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঊষা রানী চক্রবর্তী (৬৫)। তিনি বলেন, ‘বহু দিন ভোট গ্রহণ করেছি। এবার ভোট দিতে এসে এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে নিজের ভোটটা দিতে পেরে খুশি লাগছে।’ অলিমিয়াহাট ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সন্তোষ ভৌমিক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমার কেন্দ্রে কোনো ধরনের অসুবিধা হয়নি। সবাই লাইন ধরে নিজ নিজ ভোট প্রদান করেছেন।’ বেলা ১২টার দিকে ৫০ শতাংশ ভোট গ্রহণ করা হয়েছে বলেও জানালেন তিনি। রাউজান আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৭৬০। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩৯ হাজার ৮০৯ ও নারী ১ লাখ ৩০ হাজার ৯৫১। এখানে নৌকা প্রার্থীর বিপরীতে ধানের শীষে ছিলেন জসিম শিকদার, হাতপাখার আবদুল আলী।

সর্বশেষ খবর