সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভোট দিতে পারেননি বিএনপি প্রার্থী

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর-২ আসনের বিএনপির প্রার্থী মিল্টন বৈদ্য তার নিজের ভোটই দিতে পারেননি বলে অভিযোগ করেছেন। তিনি গতকাল দুপুরে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে এই অভিযোগ করেন। তিনি বলেন, আমি সকালে মাদারীপুরের আমগ্রাম উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে। শুধু আমার ভোট নয়, সারা মাদারীপুরের কেউ-ই তাদের ভোট দিতে পারেনি। শনিবার রাত ৮টার পর ভোট কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করা হয়েছে। সকালে অধিকাংশ ভোটার ভোট দিতে পারেনি। আমার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এসব অনিয়মের কারণে আমি ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। নতুন তফসিল ঘোষণা করে আবার ভোট গ্রহণের দাবি জানান তিনি। একই অভিযোগ এনে মাদারীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আল-আমিন মোল্লাও ভোট বর্জনের ঘোষণা দেন। এ ছাড়াও মাদারীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী আনিসুর রহমান খোকনও ভোট বর্জন করে পুনরায় ভোট গ্রহণের দাবি করেন। তিনি বলেন, মাদারীপুর-৩ আসনে কোনো নির্বাচন হয়নি, হয়েছে তামাশা। মাদারীপুর-১ আসনেও একই চিত্র। এই আসনের বিএনপির প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলুও কেন্দ্র দখল ও অনিয়মের অভিযোগ তুলেছেন।

সর্বশেষ খবর