শিরোনাম
সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

খুলনায় ইভিএমে ভোটে তারুণ্যের উচ্ছ্বাস

সামছুজ্জামান শাহীন, খুলনা

তীব্র শীত উপেক্ষা করে খুলনা-২ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়েছেন তরুণ ভোটাররা। একই সঙ্গে ভোটের লাইনে বয়োজ্যেষ্ঠ পুরুষ ও নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোনো প্রতিবন্ধকতা ছাড়াই দ্রুত ভোট দিতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকে।

গতকাল সকাল সাড়ে ৮টায় খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজ কেন্দ্রে দেখা গেছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ইভিএমে ভোট দিচ্ছেন। নগরীর দোলখোলা ইসলামপুর রোডের বাসিন্দা মুন্সি জয়নাল আবেদীন জানান, ইভিএমে ভোট দেওয়া খুবই সহজ। প্রথমে মেশিনে চাপ দিতে স্ক্রিনে বিভিন্ন দলের প্রতীক দেখা যায়। পছন্দের প্রতীকের পাশে আঙ্গুলের ছাপ দিয়ে সবুজ বাটন চেপে ভোট নিশ্চিত করেছি। আহসানউল্লাহ কলেজ কেন্দ্রে তরুণ ভোটার সাহানা সিদ্দিকা বলেন, জীবনে প্রথমবারের মতো ভোট দিয়েছি, তাও আবার ইভিএমে। দ্রুত সময়ে ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে। এদিকে করোনেশন সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া ইসমত আরা বেগম বলেন, ভোট কেন্দ্রে পরিবেশ স্বাভাবিক। ইভিএমে জালভোট বা কেন্দ্র দখলের কোনো সুযোগ নেই, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছি। তবে আরেক নারী ভোটার সাহানা পারভীন জানান, সকালে আইডি কার্ড বা স্মার্ট কার্ড সঙ্গে না আনায় ভোট না দিতে পেরে কয়েকজনকে ফিরে  যেতে দেখা যায়। তবে অনেকক্ষেত্রে আঙ্গুলের ছাপ না মিললে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ভোটারদের ভোট দিতে সহায়তা করেছেন। খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হেলাল হোসেন বলেন, ইভিএমে ভোট দিতে তরুণদের মধ্যে উচ্ছ্বাস ছিল সবচেয়ে বেশি। প্রতিটি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। খুলনা-২ আসনে ১৫৭টি কেন্দ্রে ইভিএমে ভোট প্রদান করেন ভোটাররা।

সর্বশেষ খবর