শুক্রবার, ২৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শুধু ভালো ছাত্র নয় ভালো মানুষও হতে হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পড়ালেখা করে শুধু ভালো ছাত্র-ছাত্রী হলেই হবে না, ভালো মানুষও হতে হবে। দেশপ্রেমিক নাগরিক হতে হবে। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ‘আন্তর্জাতিক শিক্ষা দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয় এ আলোচনার আয়োজন করে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে সভায় প্রাথমিক ও গণশিক্ষা              প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য দেন। এ ছাড়াও মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেনসহ অন্যরা বক্তব্য দেন। দীপু মনি আরও বলেন, শিক্ষার মান বাড়াতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মানের ক্ষেত্রে যেসব দুর্বলতা ও অসঙ্গতি রয়েছে সেগুলো চিহ্নিত করে দূর করতে হবে। শিক্ষাক্ষেত্রে সরকারের অনেক অর্জন রয়েছে। আরও সফলতা অর্জন করতে হবে। বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, গবেষণা এবং ভাষা ও গণিতে মনোযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এই সঙ্গে দেশকে এগিয়ে নিতে দক্ষ মানবসম্পদ বাড়াতে শিক্ষায় বিনিয়োগ আরও বাড়ানোর কথা বলেন উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। শিক্ষা খাতে সরকারের নানা উন্নয়ন তুলে ধরে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনে মানসম্পন্ন, সৃষ্টিশীল উচ্চশিক্ষা ও মৌলিক গবেষণার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তা, সুশীল সমাজ ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন।

সর্বশেষ খবর