বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

২০১৮ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ হাজার ৪৩৯ জন

নিজস্ব প্রতিবেদক

২০১৮ সালে মোট ৩ হাজার ১০৩ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪ হাজার ৪৩৯ জন। ২০১৭ সালে নিহতের সংখ্যা ছিল ৫ হাজার ৬৪৫। সে হিসাবে গত বছর সড়কে ১ হাজার ২০৬ জন কম নিহত হয়েছেন। গতকাল ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরেন নিসচার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সড়ক দুর্ঘটনার এসব তথ্য ৬টি জাতীয় পত্রিকা, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বলে জানানো হয়। পরিসংখ্যানে উল্লেখ করা হয়, ২০১৬ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট দুর্ঘটনার সংখ্যা প্রায় ২ হাজার ৩১৬টি। ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালের সড়ক দুর্ঘটনার সংখ্যা ১০৩৩টি বেশি। ২০১৮ সালে মোট ৭ হাজার ৪২৫ জন লোক আহত হয়েছেন। ২০১৭ সালে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন ৭ হাজার ৯০৮ জন। প্রতিবেদন অনুযায়ী গত বছর বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটে বড় বড় শহর ও হাইওয়েতে। ছোট ছোট অবৈধ যানবাহন যেমন- ভ্যান, রিকশা, নসিমন, অটোরিকশা ইত্যাদি এসব ঘটনায় বেশি দায়ী। স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশকে এ ব্যাপারে তেমন কোনো কার্যকর ভূমিকা পালন করতে দেখা যায় না। সড়ক দুর্ঘটনা রোধে কয়েক দফা সুপারিশও করেছে সংগঠনটি। এগুলোর মধ্যে রয়েছে- স্কুলের পাঠ্যক্রমে সড়ক দুর্ঘটনারোধের বিষয়সমূহ অন্তর্ভুক্ত করা, ট্রাফিক সিগন্যাল অমান্য বন্ধ করা, যত্র-তত্র গাড়ি পার্কিং না করা, নির্দিষ্ট স্থান ব্যাতিরেকে  যেখানে-সেখানে যাত্রী ওঠানো-নামানো বন্ধ, ওভার টেকিং না করা, বেপরোয়া গতিতে গাড়ি না চালানো, অতিরিক্ত যাত্রী ও মালবোঝাই না করা, গাড়ির ছাদে যাত্রী বহন না করা, ওভার ব্রিজ কিংবা আন্ডারপাস বা জেব্রা ক্রসিং ব্যবহার নিশ্চিত করা। সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান প্রতিবেদন তৈরি করেন নিসচার কেন্দ্রীয় মহাসচিব সৈয়দ এহসান-উল হক কামাল।         

সর্বশেষ খবর