শুক্রবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
চকবাজার ট্র্যাজেডি

বাবা-চাচার সঙ্গে লাশ হলো ছোট্ট আরাফাত

নিজস্ব প্রতিবেদক

আরাফাতের বয়স তিন বছর। বাড়ির সবচেয়ে ছোট এবং আদরের সে। বাবা-চাচাদের সঙ্গে প্রায়ই দোকানে এসে বসে থাকত আরাফাত। অন্যদিনের মতো দোকানে বসে খেলায় মেতে ওঠা আরাফাতের আর বাড়ি ফেরা হলো না। তার সঙ্গে আগুনে পুড়ে মারা গেছেন বাবা মোহাম্মদ আলী ও চাচা অপু রায়হান। বুধবার রাতে আগুনের লেলিহান শিখা থেকে প্রাণে বেঁচে গেছেন আরাফাতের আরেক চাচা দীপু হোসেন। ভাতিজা আর দুই ভাইকে          রেখে আগুন লাগার ঠিক আগেই দোকান থেকে বেরিয়েছিলেন তিনি। চকবাজার চুড়িহাট্টা শাহী মসজিদ মার্কেটের নিচতলায় গামছা-তোয়ালে-তসবিহসহ বিভিন্ন জিনিসপত্রের দোকান ছিল পুরান ঢাকার রহমতগঞ্জের বাসিন্দা দীপুদের। ঢাকা মেডিকেলের মর্গের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন দীপু। বলেন, দুই ভাই আর প্রিয় ভাতিজাকে হারিয়েছি। এক সঙ্গে পরিবারের তিনটি মানুষকে হারিয়ে আমাদের বলার মতো আর কিছু নেই। দোকান থেকে মাত্র ৪০ কদম পার হতেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। নিমিষেই সব শেষ। কথা শেষ করতে পারেন না তিনি। ছোট্ট আরাফাতের কথা বলতেই কান্নায় সব কথা চাপা পড়ে তার।

 

সর্বশেষ খবর