উন্নয়নের নামে নদী বন শেষ করে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ। গতকাল বিকাল সাড়ে ৩টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগে স্বেচ্ছাসেবী সংগঠন ইন্সপেয়ার কেয়ার অ্যান্ড কালটিভেট হিউম্যান এইড (ইচ্ছা)-এ আয়োজিত ‘প্রজন্মের মুক্তিযুদ্ধ ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘উন্নয়নের নামে নদী ও বন শেষ করে এসবের সুবিধা নিচ্ছে কতিপয় মানুষ। গণবিরোধী এসব কাজ হলো মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কাজ। সভায় আলোচক হিসেবে আরও ছিলেন জাবির প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ, বাংলা বিভাগের অধ্যাপক তারেক রেজা, ইতিহাস বিভাগের অধ্যাপক আরিফা সুলতানা, সহযোগী অধ্যাপক আবু তোয়াব শাকির এবং প্রভাষক নাসিমা হামিদ।