সোমবার, ১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

নিরাপদ ক্যাম্পাস চায় একপক্ষ অন্য পক্ষ সংঘাতে

চবি ছাত্রলীগ

বাইজিদ ইমন, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক পক্ষ যখন নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আন্দোলনে ব্যস্ত ঠিক তখন অন্য পক্ষ সংঘাতে লিপ্ত। নিরাপদ ক্যাম্পাসের দাবিতে গত কয়েকদিন ধরে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলে আসছিল। গতকাল সে আন্দোলনের প্রতিফল ঘটে কাম্পাসে। ব্যাপক হারে চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় নিরাপদ ক্যাম্পাসের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন করছিল সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রলীগের একাংশের উদ্যোগে শহীদ মিনার চত্বরে যখন ক্যাম্পাস নিরাপদের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে ঠিক তখনই অন্যপাশে সংঘাতে জড়ালো ছাত্রলীগের দুটি পক্ষ। ফেসবুকের পোস্টে রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে ছাত্রলীগের সিএফসি ও বিজয় পক্ষ। এতে বিজয় পক্ষের তিন কর্মী আহত হয়েছে। তারা হলÑ ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তনয় কান্তি দাশ, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আরবি বিভাগের জোবাইর আহামেদ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নৃ-বিজ্ঞান বিভাগের কাজল দাশ।

জানা যায়, রোববার দুপুর ১টার দিকে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিশ্ববিদ্যালয় শহীদ মিনার চত্বরে জড়ো হতে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। এতে ক্যাম্পাসকে নিরাপদ করার দাবি সংবলিত ফেস্টুন, প্ল্যাকার্ড প্রদর্শন করে তারা। সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে নানা স্লোগান দেয় শিক্ষার্থীরা। শহীদ মিনারের অপরদিকে অন্য দৃশ্য। বিজয় কর্মী তনয় কান্তির ওপর অতর্কিত হামলা চালায় সিএফসি পক্ষের কর্মীরা। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়ায় বিবদমান দুই পক্ষ।

জানা যায়, বিজয় কর্মী তনয় বিভাগের ফেসবুক গ্রুপে সিএফসি গ্রুপকে ব্যঙ্গ করে রিয়েক্ট দেয়। এ রিয়েক্টের জেরেই তার ওপর হামলা। হামলার খবর ছড়িয়ে পড়লে বিজয় পক্ষের কর্মীরা রামদা ও লোহার রড নিয়ে আবদুর রব হলের দিকে জড়ো হয়ে সিএফসি কর্মীদের ধাওয়ার চেষ্টা করে। সিএফসি পক্ষের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা ধাওয়া দেয় বিজয় পক্ষের নেতা-কর্মীদের। পরে উভয় পক্ষ শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলের সামনে সশস্ত্র অবস্থান নেয়। এ সময় ফের সংঘাতে জড়ায় দুই পক্ষ। এতে কাজল দাশ ও জোবাইর আহমেদ আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

এদিকে সংঘাতের কারণে মানববনন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর