বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

জাপার আগামী নেতৃত্ব কাউন্সিলের মাধ্যমেই

---- রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান সংসদে বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টির আগামী নেতৃত্ব কাউন্সিলের মাধ্যমেই নির্ধারণ হবে। তিনি বলেন, খুব শিগগিরই আলাপ-আলোচনার মাধ্যমে কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হবে। তিনি বলেন, জাতীয় পার্টি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। দলে কোনো বিভ্রান্তি নেই। কোনো বিভেদ নেই নেতৃত্বে। এরশাদ এখন আগের চেয়ে অনেক ভালো আছেন বলেও জানান তিনি। গতকাল রাজধানীর গুলশানে ইমানুয়েলস মিলনায়তনে    জাতীয় ছাত্রসমাজের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ছাত্রসমাজের আহ্বায়ক মোড়ল জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বিরোধীদলীয় হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা। বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, এম এ মান্নান, ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা আলমগীর শিকদার লোটন, গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা, বেলাল হোসেন, শামীম আহমেদ রিজভী, মাখন সরকার, মাহতাব হোসেন লিয়ন, মোখলেসুর রহমান বস্তু, শেখ মোহাম্মদ কামালউদ্দিন স্মরণ। পরিচালনা করেন এন কে সোহেল।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর