বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

শিল্পকলায় গহর বাদশা ও বানেছা পরী মঞ্চস্থ

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় গহর বাদশা ও বানেছা পরী মঞ্চস্থ

গহর বাদশা নাটকের বিশেষ দৃশ্য

মৈমনসিংহ গীতিকার খণ্ডিত অংশ নিয়ে লোককাহিনির নাটক ‘গহর বাদশা ও বানেছা পরী’ মঞ্চায়ন করেছে নাটকের দল নাগরিক নাট্যাঙ্গন। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি।

হৃদি হকের পুনর্কথন ও নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাগরিক নাট্যাঙ্গনের নিয়মিত নাট্যকর্মীরা।

কাল মুক্তিযুদ্ধ জাদুঘরে শুরু হচ্ছে আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব : মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে ‘রোহিঙ্গা পীড়ন’ প্রতিপাদ্যে কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে সপ্তম আন্তর্জাতিক মুক্তি ও মানবাধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র উৎসব। এবারের উৎসবে দুজন দেশি চলচ্চিত্রকার নির্মিত ২টি প্রামাণ্যচিত্র ছাড়াও প্রদর্শন করা হবে বিশে^র ১৩টি দেশের প্রামান্যচিত্র। বিকাল ৫টায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এই উৎসবের উদ্বোধনীতে অতিথি থাকবেন মুক্তিযোদ্ধা ও সঙ্গীতজ্ঞ সুজেয় শ্যাম। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রদর্শিত হবে চিত্রশিল্পী দিলারা বেগম জলি পরিচালিত প্রামাণ্যচিত্র ‘জঠরলীনা’। ২২ এপ্রিল শেষ হবে পাঁচদিনের এই উৎসব। আগামী বছর ২০২০ সাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এই উপলক্ষে আগামী বছরের এই  উৎসবের মূল প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধু : দ্য লিভারেশন’। গতকাল সকালে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব জানান উৎসবের সঙ্গে সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর