মঙ্গলবার, ৪ জুন, ২০১৯ ০০:০০ টা

সুনামগঞ্জে বিআরটিসি সার্ভিস চালু, পরিবহন ধর্মঘট স্থগিত

সুনামগঞ্জ প্রতিনিধি

সোমবার থেকে সুনামগঞ্জ-সিলেট রুটে বহুল প্রতীক্ষিত বিআরটিসির বাস সার্ভিস চালু হয়েছে। এক ঘণ্টা অন্তর অন্তর দুই প্রান্ত থেকে যাত্রী নিয়ে গন্তব্যে যাবে চারটি বাস। বাসের সংখ্যা আগামীতে আরও বাড়ানো হবে।

দুপুরে শহরের নতুন বাস স্টেশন থেকে বিআরটিসির বাস সার্ভিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন বিরোধী দলের হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, পৌর মেয়র নাদের বখত,           ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল প্রমুখ। এ সময় পুরাতন বাস স্টেশন থেকে যাত্রী নিয়ে একটি বাস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রসঙ্গত, সুনামগঞ্জ-সিলেট রুটে নিম্নমানের অভ্যন্তরীণ বাস সেবার কারণে দীর্ঘদিন ধরে প্রচ- ক্ষোভ ছিল এই রুটে চলাচলকারী যাত্রীদের মাঝে। নতুন এই বাস সার্ভিস চালুর কারণে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন। এদিকে বিআরটিসি বাস চালুর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিলেও ‘সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক, শ্রমিক ঐক্য পরিষদ’ স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সঙ্গে আলোচনার পর স্থগিত ঘোষণা করে। রবিবার রাত আড়াইটায় শহরের পৌর বিপণিস্থ মালিক, শ্রমিক ঐক্য পরিষদ কার্যালয়ে বৈঠক শেষে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।

 

 

সর্বশেষ খবর