শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে দ্রুত চুক্তি চান আসামের মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি প্রতিনিধি

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের বাণিজ্য প্রসারে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুবিধার্থে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে অবিলম্বে দ্বিপক্ষীয় চুক্তি করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন।

দিল্লিতে মোদি-সনোয়াল বৈঠক হয় বুধবার। বৈঠকে থাইল্যান্ডের মায়েসোত থেকে মনিপুরের মোরেহ হয়ে মিয়ানমার পর্যন্ত ত্রিপক্ষীয় এশিয়ান হাইওয়ে নির্মাণে সহায়তা দানের জন্য মোদির প্রতি আহ্বান জানান সনোয়াল। চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে বাণিজ্য করার ব্যবস্থা করতে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো দাবি জানিয়ে আসছে। কেন্দ্রীয় সরকার এ জন্য সক্রিয় উদ্যোগও নেয়। ফলত বাংলাদেশের মন্ত্রিসভায় গত বছর সেপ্টেম্বরে একটি প্রস্তাবও অনুমোদিত হয়। কিন্তু এখনো কোনো চুক্তি হয়নি। বাংলাদেশের বন্দর ব্যবহারের অনুমতি পেলে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় পণ্য পরিবহন ব্যয় অনেক কমে যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর