শিরোনাম
শুক্রবার, ১২ জুলাই, ২০১৯ ০০:০০ টা
ধর্ষণ বৃদ্ধির প্রতিবাদ

ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

দেশব্যাপী ক্রমবর্ধমান ধর্ষণ বৃদ্ধির প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অভিধান থেকে ‘ধর্ষণ’ শব্দটি মুছে যাক প্রতিপাদ্যে গতকাল বেলা ১২টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, সহযোগী অধ্যাপক মশিউর রহমান ও বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোল্লাহ  মোহাম্মদ সাঈদ। সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আলী ইউনুস হৃদয় অনুষ্ঠান সঞ্চালনা করেন। অন্যদের মধ্যে বিভাগের সহযোগী অধ্যাপক শিমু দিল আফরোজ, নাজিয়াত হোসাইন চৌধুরী, আমেনা খাতুন, সাজ্জাদ বকুল, মো. মাহাবুর রহমান অনিন্দ্য, মো. মাহাবুবুর রহমান রাসেল প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে ধর্ষণ ও যৌন হয়রানি মহামারী রূপ ধারণ করেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত হয় না বলেই বিচারহীনতার সংস্কৃতি চলছে।

এখন মা- বাবা তার সন্তান নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আমরা চাই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনা হোক।

সর্বশেষ খবর