শিরোনাম
সোমবার, ১৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

এরশাদের অপেক্ষায় রংপুর

নিজস্ব প্রতিবেদক, রংপুর

এরশাদের অপেক্ষায় রংপুর

শোকে স্তব্ধ রংপুরবাসী তাদের প্রিয় নেতা, সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহের অপেক্ষায় রয়েছেন। একই সঙ্গে তারা চাইছেন রংপুরের সন্তান এরশাদের দাফন রংপুরেই হোক। আগামীকাল মঙ্গলবার সকালে হেলিকপ্টারযোগে রংপুরে নিয়ে আসা হচ্ছে এই নেতার মরদেহ। বাদ জোহর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে নামাজে জানাজা। ‘বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ইতিহাসের মহানায়ক’ এরশাদকে তার ওসিয়তকৃত স্থান রংপুরের পল্লী নিবাসে সমাহিত করার দাবি তুলেছেন রংপুরের জাতীয় পার্টির নেতা-কর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষ। পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীর বলেন, ‘স্যারের ওসিয়তকৃত স্থান রংপুর পল্লী নিবাসেই স্যারকে সমাহিত করতে হবে। কারণ তিনি রংপুরের মাটি ও মানুষের মনের মানুষ। রংপুরের মানুষ তাঁর ভক্ত-অনুরক্ত। পল্লী নিবাসে তাকে সমাহিত করা হলে প্রতিদিন হাজার হাজার মানুষ তাঁর কবর জিয়ারত করতে পারবেন। রংপুরে থেকেই তিনি যেহেতু জাতীয় ও বিশ্ব নেতা, সে কারণে তাকে ঢাকাতে সমাহিত করা হলে তিনি জাতীয় নেতার মর্যাদা পাবেন-এটা ভুল ধারণা।’ যুক্তি তুলে ধরে জাতীয় পার্টির এই নীতিনির্ধারক জানান, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হয়েছে। তাতে কি তিনি জাতীয় নেতার মর্যাদা পাচ্ছেন না? দেশে বিদেশে বঙ্গবন্ধু অবিসংবাদিত নেতা হিসেবে স্বীকৃত।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর