শিরোনাম
বুধবার, ২৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

পাস্তুরিত দুধ পরীক্ষার তিন প্রতিবেদন হাই কোর্টে

নিজস্ব প্রতিবেদক

বিএসটিআই অনুমোদিত পাস্তুরিত দুধের নমুনা পরীক্ষার তিনটি প্রতিবেদন হাই কোর্টে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি), বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট প্রতিবেদন জমা দিয়েছে। গতকাল বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে প্রতিবেদনগুলো জমা দেওয়া হয়। এ বিষয়ে শুনানি মুলতবি করা হয়েছে। আদালতে বিএসটিআইয়ের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সরকার এম আর হাসান। রিটের পক্ষে ছিলেন আইনজীবী অনিক আর হক। গত ১৪ জুলাই বিএসটিআইর নিবন্ধনপ্রাপ্ত পাস্তুরিত দুধের নমুনা পরীক্ষা করে প্রতিবেদন জমা দিতে আইসিডিডিআরবি, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট ও জনস্বাস্থ্য ইনস্টিটিউটকে নির্দেশ দেয় আদালত। পাস্তুরিত দুধের নমুনায় অ্যান্টিবায়োটিক, ডিটারজেন্ট, এসিডিটি, ফরমালিন ও অন্যান্য ব্যাকটেরিয়ার উপস্থিতি আছে কিনা তা পরীক্ষা করার নির্দেশ দেয় আদালত। প্রসঙ্গত, পাস্তুরিত দুধ নিয়ে সম্প্রতি আইসিডিডিআরবির গবেষণা প্রতিবেদনের ভিত্তিতে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, বাজারে থাকা ৭৫ শতাংশ পাস্তুরিত দুধেই ভেজাল ধরা পড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি। এই প্রতিবেদন যুক্ত করে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ।

সর্বশেষ খবর