শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মাদকবিরোধী পৃথক অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ২৪ ঘণ্টায় ৬৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপি ও র‌্যাব। ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, বুধবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত মাদকবিরোধী অভিযানে ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১ হাজার ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০৪ গ্রাম ১১৫৫ পুরিয়া হেরোইন, ৫ কেজি ২৯৭ গ্রাম ৭০ পুরিয়া গাঁজা, ৪১৫ বোতল ফেনসিডিল ও ১২ লিটার স্প্রিরিট উদ্ধার করা হয়। মাদক আইনে তাদের বিরুদ্ধে ৪১টি মামলা করা হয়েছে। এদিকে, র‌্যাব-৩ এর অতিরিক্ত এসপি এ বি এম ফয়জুল ইসলাম জানান, বুধবার রাতে হাতিরঝিলের নয়াটোলা মধুবাগ এলাকা থেকে একটি প্রাইভেট কার জব্দ করা হয়। এতে তল্লাশি চালিয়ে ৫২২ ক্যান বিয়ার, হুইসকি ২৪ বোতল, ৩টি মোবাইল ফোন ও ১৭ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রাইভেট কারে থাকা নায়েব আলী ও সহিদকে গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর