রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সরকার নারী ক্ষমতায়নে বিশ্বাস করে : গণপূর্তমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি শিক্ষকদের উদ্দেশে বলেছেন, বই-পুস্তকের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাদের প্রথাগত শিক্ষা দেবেন না। বইতে যা কিছু আছে তা পড়াবেন। এর বাইরেও পড়াবেন নৈতিকতা কাকে বলে, সত্যবাদিতা কাকে বলে, মূল্যবোধ কাকে বলে। মিথ্যা কথা এড়িয়ে আসতে হবে কীভাবে- এগুলো তাদের শেখাতে হবে। মেয়েদের লেখাপড়া করাবেন। সরকার নারী ক্ষমতায়নে বিশ্বাস করে।

গতকাল  পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিলডুমুরিয়া পদ্মডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, মেয়েদের লেখাপড়া করাবেন। একটু বড় হলেই মেয়েদের জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। ওরা আদর্শ মানুষ হোক, লেখাপড়া শেষ করে যখন স্বাবলম্বী হবে তখন ওদের বিয়ের সিদ্ধান্ত নেবেন। ছেলেদের দিকে খেয়াল রাখবেন- ওরা মাদকে আসক্ত হয়েছে কিনা, ইয়াবা সেবন করে কিনা, গাঁজা খায় কিনা, খারাপ লোকদের সঙ্গে চলে কিনা।

সর্বশেষ খবর