সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

হাওরের সৌন্দর্য ও বৈশিষ্ট্য কেউ যেন নষ্ট করতে না পারে

------- রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, হাওরের সৌন্দর্য দেখতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ছুটে আসছেন। হাওর এখন আর পিছিয়ে নেই। হাওরে সড়ক যোগাযোগ তৈরি হয়েছে। হাওরে পর্যটন কেন্দ্র হবে। কেউ যেন শিল্পকারখানার নামে হাওরের সৌন্দর্য ও প্রাকৃতিক বৈশিষ্ট্য বিনষ্ট করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। পিছিয়ে থাকা হাওর এখন আর পিছিয়ে নেই। তিনি রবিবার বিকালে কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

রাষ্ট্রপতি              হাওরে কর্মরত সরকারি কর্মকর্তা ও শিক্ষকসহ সবাইকে সঠিক সময়ে কর্মস্থলে যাওয়ার আহ্বান জানান। রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ মাঠে সুধী সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক।

 সমাবেশে আরও বক্তৃতা করেন অধ্যক্ষ ইসলাম উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইসমাইল হোসেন, সহ-সভাপতি ওমর ফারুক, প্রভাষক জসিম উদ্দিন প্রমুখ।

সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রপতি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর