রবিবার, ২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
গাজীপুর গ্রিডে আগুন

তিন জেলায় বিদ্যুৎ বিপর্যয়

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর পল্লী বিদ্যুতের আওতাধীন গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা গ্রিডে শুক্রবার রাতে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। আগুনে তিনটি ফিডারের ২৪টি ক্যাবল পুড়ে গেছে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মী ও পল্লীবিদ্যুতের লোকজন প্রায় ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। ঘটনার পর ৩ জেলায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। গতকাল বিকাল পর্যন্ত ওইসব সমিতির আওতাধীন তিন জেলার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০ টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা গ্রিডের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। গ্রিডের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনে ৮টি ফিডারের মধ্যে ৩টির ২৪টি আন্ডারগ্রাউন্ড ক্যাবল এবং বেশকিছু কাঠের খুঁটি পুড়ে যায়। ফিডার ও ক্যাবল পুড়ে যাওয়ায় গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ-২ ও ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার (জিএম) যুবরাজ চন্দ্র পাল জানান, রাতেই গ্র্রিড মেরামতের কাজ শুরু হয়। শনিবার বিকাল ৫টায় সম্পূর্ণ গ্রিড ও সব ফিডারে বিদ্যুৎ দেওয়া সম্ভব হয়নি। ধাপে ধাপে বিকল্প পন্থায় ফিডারগুলো আংশিক চালু করা হয়েছে। রাতেই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর