বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
দুর্নীতি মামলা

রূপালী ব্যাংকের মনোরঞ্জনকে জামিন দেয়নি হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের জমি বন্ধক রেখে রূপালী ব্যাংকের ১৬২ কোটি টাকা আত্মসাতের চেষ্টার মামলায় ব্যাংকটির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মনোরঞ্জন দাসের জামিন হয়নি। জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি নিয়ে গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও দুদকের পক্ষে আইনজীবী ছিলেন মো. আসিফ হাসান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন। পরে মো. আসিফ হাসান জানান, ওই কর্মকর্তার জামিন প্রশ্নে জারি করা রুল ডিসচার্জ ফর নন প্রসিকিউকশন করে রায় দিয়েছে আদালত। অর্থাৎ তার জামিন হয়নি। এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, গত ১৪ অক্টোবর তাকে জামিন কেন প্রদান করা হবে না সেই প্রশ্নে হাই কোর্ট রুল দিয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর