শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

’৭৪-এর পদধ্বনি শুনতে পাচ্ছি

-মওদুদ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘পিয়াজের সমস্যা নিয়ে আজকে বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ। একটা সরকার যে একটি সামান্য পণ্যের ব্যবস্থা নিশ্চিত করতে পারে না সেই সরকারের মনে হয় আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার থাকে না।  ’৭৪ সালের ঘটনা বাংলাদেশে যে অর্থনৈতিক-সামাজিক অবস্থা বিরাজ করছিল, আজকে আমার কাছে মনে হয়-সেই একই পদধ্বনি আমি শুনতে পাচ্ছি।’ গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

দোয়া মাহফিলে বিএনপির মোহাম্মদ শাহজাহান, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, হাবিব উন-নবী খান সোহেল, ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মীর সরফত আলী সপু, শামীমুর রহমান শামীম, আবদুস সালাম আজাদ, মাহবুবুল হক নান্নু, সেলিম রেজা হাবিব, শফিউল বারী বাবু, আকরামুল হাসানসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। সরকারের ব্যর্থতার সমালোচনা করে ব্যারিস্টার মওদুদ বলেন, ‘সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, এখনই সময় আপনারা পদত্যাগ করুন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন যাতে এদেশের মানুষ নির্ভয়ে-নির্বিগ্নে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। তাদের পছন্দমতো একটি প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত করতে পারে। এটাই হলো একমাত্র সময়ের দাবি। এটা যদি আপনারা নিজের থেকে না দেন দেশের মানুষ এটা আদায় করে নেবে ইনশা আল্লাহ।’ তিনি বলেন, সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। কোনো কিছুই তাদের নিয়ন্ত্রণে আছে বলে মনে হয় না। বিরোধী দলকে দমন করার জন্য খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকিয়ে রাখা হয়েছে। রাজনৈতিক কারণে তাকে কারাগারে রাখা হয়েছে। তার কারাবন্দীও রাজনৈতিক, তার মুক্তি না পাওয়াও রাজনৈতিক।

 

সর্বশেষ খবর