রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঢাকা টাইমস সম্পাদককে প্রাণনাশের হুমকি, জিডি

নিজস্ব প্রতিবেদক

চাঁদার দাবিতে ঢাকা টাইমস পত্রিকার সম্পাদক আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গতকাল দুপুরে শীর্ষ সন্ত্রাসী শাহাদত পরিচয়ে দোলনের ব্যক্তিগত মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে রাজধানীর রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দোলন। আরিফুর রহমান দোলন জানান, গতকাল সকালে তিনি রমনার ইস্কাটন গার্ডেনে তার পত্রিকা অফিসে কাজ করছিলেন। দুপুর ১টা ২৯ মিনিটে তার ব্যক্তিগত মোবাইল                 নম্বরে একটি বাংলালিংক নম্বর থেকে ফোন আসে। ফোন ধরলেই তাকে বলা হয় ‘এই লন কথা কন শীর্ষ সন্ত্রাসী শাহাদাত ভাইয়ের সঙ্গে।’ পরে তিনি সন্ত্রাসী শাহাদাত পরিচয়ধারী ব্যক্তির সঙ্গে কথা বলেন। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, ‘আমি শাহাদাত বলছি। আমার পোলাপান বিপদে আছে, কয়েকজন অসুস্থ আছে। আমার কিছু টাকা-পয়সা দেন।’ দোলন তার কথার জবাবে বলেন, আপনি আমাকে চেনেন? আমি একজন সাংবাদিক। তখন তাকে বলা হয় ‘আপনি সাংবাদিক তাই কী? আমি তো আর কয়েক লাখ বা কোটি টাকা চাইনি। কত দিতে পারবেন কন? কারণ আমাদের অনেক টাকা লাগবে। আধাঘণ্টার মধ্যে টাকা দেন। এ ছাড়া বিভিন্ন হুমকি-ধমকি দেওয়া হয়। দোলন বলেন, ‘আমাকে বলা হয়েছে আমি যেন এটা নিয়ে বাড়াবাড়ি না করি। আর দ্রুত টাকাটা পাঠিয়ে দেই। তা না করলে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে। শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে মোবাইলে এমন হুমকিতে আমি নিরাপত্তাহীনতা বোধ করছি। তাই সন্ধ্যায় রমনা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘ঢাকাটাইমস সম্পাদক আমাদের থানায় লিখিত আকারে অভিযোগ দিয়েছেন। আমরা একজন উপ-পরিদর্শককে (এসআই) দায়িত্ব দিয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর