সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

রেলের অবৈধ গেট বন্ধের নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

সারা দেশের রেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগের পাশাপাশি অবৈধ গেট বন্ধের নির্দেশনা চেয়ে হাই কোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী একলাস উদ্দিন ভুঁইয়া রিট দায়ের করেন। এর আগে গত ১৬ জুলাই ৭২ ঘণ্টার মধ্যে দেশের রেলওয়ের সব রেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগ ও অবৈধ ক্রসিং বন্ধ করতে সরকারের সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠানো হয়। ওই  নোটিসের পর রিট আবেদনটি করা হলো। রিটে মন্ত্রিপরিষদ সচিব, রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর