মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

হাইব্রিডের দাপটে কোণঠাসা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

হাইব্রিডের দাপটে কোণঠাসা

এক সময় যারা আওয়ামী লীগের ঘোরবিরোধী ছিলেন, তারাই এখন সিলেট আওয়ামী লীগের হর্তাকর্তা। সুযোগ মতো এরা স্থান করে নিয়েছেন দলের প্রভাব-প্রতিপত্তির জায়গাগুলো। আর যারা দুঃসময়ে দলের নিবেদিতপ্রাণ নেতা-কর্মী ছিলেন, তারা এখন এসব হাইব্রিডের দাপটে কোণঠাসা হয়ে আছেন। অনুসন্ধানে জানা গেছে, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত হয় কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। ওই সম্মেলনে উপেক্ষিত ছিলেন না উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জমির উদ্দিন প্রধানসহ নিবেদিতপ্রাণ নেতা-কর্মীরা। অথচ বঙ্গবন্ধুর রাজনীতি করতে গিয়ে ৮৫ বছর বয়সী জমির উদ্দিনের কেটে গেছে পুরো জীবনই। দলের এই নিবেদিতপ্রাণ মানুষটিকে ভালোবেসে নামের পেছনের ‘প্রধান’ উপাধিটাও দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গত ১১ বছরে অসংখ্য নেতা-কর্মীর ভিড়ে বঙ্গবন্ধুর সেই ভালোবাসার ‘প্রধান’ জীবনের শেষ সময়ে এসে দলের সম্মেলনের একটি দাওয়াত কার্ড পাওয়ার অধিকারটুকুই যেন হারিয়ে ফেলেছেন। জমির উদ্দিন প্রধানের অসুস্থতার খবর পেয়ে গত বছর শেখ হাসিনা গণভবনে ডেকে নিয়ে তাকে ২০ লাখ টাকা অনুদানও দিয়েছিলেন। তিনি বলেন, আমি মনে করি মুজিব আদর্শের সব ত্যাগী নেতা-কর্মীদের অসম্মান করা।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর