মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

জাবি ভিসির দুর্নীতি জনসমক্ষে প্রকাশ করবে শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের (ভিসি) অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা আবারও নতুন কর্মসূচি দিয়েছেন। আগামী ৩ ডিসেম্বর উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের দুর্নীতির তথ্য জনসমক্ষে প্রকাশ করবে বলে জানিয়েছে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের সংগঠন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’। এ ছাড়া তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করবেন বলেও জানিয়েছেন তারা। গতকাল বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির নেতারা। সংবাদ সম্মেলনে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর-এর সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন তিন দফা দাবির বিষয়ে বলেন, ‘হামলার নির্দেশদাতা দুর্নীতিবাজ উপাচার্যকে অপসারণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং হামলাকারীদের বিচার করতে হবে। শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে হল ভ্যাকেন্টের অবৈধ সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং দুর্নীতির অভিযোগের তদন্তসাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার ও তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর