শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিএনপি আইন-আদালত মানে না : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিএনপি আইন-আদালত মানে না : তথ্যমন্ত্রী

আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিতে গতকাল বিএনপিপন্থি আইনজীবীদের হট্টগোল প্রসঙ্গে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা তো প্রথম থেকেই বলে আসছি বিএনপি আইন-আদালত মানে না। আইন-আদালতের তোয়াক্কা করে না। তারা যা করেছে সেটি আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। তারা যে আইন মানে না, আদালত মানে না তারই বহিঃপ্রকাশ হচ্ছে এই হট্টগোল। তারা   চরমভাবে আদালত অবমাননা করেছে। গতকাল দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশের নতুন ভবনে ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় সম্মেলনের সার্বিক কার্যক্রম তুলে ধরতে দলের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) উদ্যোগে এবং আওয়ামী লীগের প্রচার কমিটির সহযোগিতায় এই ওয়েবসাইট চালু করা হয়েছে। এ ছাড়া ওয়েবসাইটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের তথ্যসহ আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাে র তথ্য দেখা যাবে। বঙ্গবন্ধু সম্পর্কে আন্তর্জাতিক নেতাদের মন্তব্য ওয়েব পেজে সংরক্ষিত থাকবে। হাছান মাহমুদ বলেন, প্রথমত আদালতের রায়ের বিরুদ্ধে কর্মসূচি দেওয়া মানে আদালতকে অবমাননা করা, অবজ্ঞা করা। আর কর্মসূচির নামে যদি ভাঙচুর, মানুষের ওপর আক্রমণ, পেট্রলবোমা নিক্ষেপের সেই পথে তারা আবার হাঁটে, তাহলে মানুষ কিন্তু আর তাদের সুযোগ দেবে না। মানুষ তাদের কঠোর হস্তে প্রতিহত করবে এবং আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়াবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে আখ্যায়িত করে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মানুষকে স্বপ্ন দেখান এবং তা বাস্তবায়ন করেন। তিনি ২০০৮ সালে জাতিকে দুটি স্বপ্ন দেখিয়েছিলেন, তার একটি হলো ডিজিটাল বাংলাদেশ। আরেকটি দিন বদল। এতে বিরোধী দল উপহাস করেছিল। আজ দেশে প্রায় ১০ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে।

এ সময় উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, শেখ তš§য় এমপি, দলের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর