মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ছাত্রলীগ নেতাদের খুশি করতে দেওয়া হচ্ছে ছাপার কাজ!

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী শিক্ষা বোর্ডের ডায়েরি ও ক্যালেন্ডার ছাপার কাজ এবারও দেওয়া হচ্ছে ছাত্রলীগের নেতাদের। সংগঠনটির নেতাদের খুশি করতে কয়েক বছর ধরে এই কাজ দিয়ে আসছে শিক্ষা বোর্ড। রাজশাহী মহানগর ছাত্রলীগের কয়েকজন নেতার নেতৃত্বে এ কাজ ভাগ করে নেবেন সংগঠনটির নেতারা। এবারও ব্যয় করা হবে প্রায় ১০ লাখ টাকা।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র মতে, আগামী নতুন বছরের জন্য এবারও ১ হাজার ৩০০ ডায়েরি ও ৫ হাজার ক্যালেন্ডার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। কোটেশনের মাধ্যমে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে এ কাজটি দেওয়া হবে ছাত্রলীগ নেতাদের। রাজশাহীর দুটি প্রেসের নামে কাজটি তাদের দেওয়া হচ্ছে।

রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ বলেন, ‘গত কয়েক বছর আমি ডায়ের তৈরি করে দিয়েছি। আর ক্যালেন্ডার তৈরি করেছেন অন্যরা। তবে এবার অন্যরা নিবে বলে শুনেছি।’

 রাজশাহী শিক্ষা বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে, শিক্ষা বোর্ড যে মানের ডায়েরি ও ক্যালেন্ডার সরবরাহ করে তাতে সর্বোচ্চ ব্যয় হওয়ার কথা ২-৩ লাখ টাকা। কিন্তু এ খাতে ব্যয় দেখানো হয় ১০ লাখ টাকা। বাকি টাকা ছাত্রলীগের নেতা-কর্মীরা ভাগ-বাটোয়ারা করে নেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের ভান্ডার কর্মকর্তা দুরুল হুদা বলেন, ‘দুটি প্রেসের নামে বাৎসরিক ক্যালেন্ডার ও ডায়েরি তৈরি কাজটি পান ছাত্রলীগের নেতারা। তবে কোটেশনের মাধ্যমেই কাজটি দেওয়া হয়। কোনো অনিয়মের সুযোগ নাই।’        

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মকবুল হোসেন বলেন, ‘নিয়ম মেনেই এবারেও কাজটি দেওয়া হবে। এখানে কে পাবেন সেটি বড় বিষয় নয়। কিন্তু কাজটি কেউ না কেউ তো করবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর