বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ছুটির আমেজে জমেছে রিহ্যাব আবাসন মেলা

বসুন্ধরা প্লট ও এলপিজি স্টলে ক্রেতার উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক

ছুটির আমেজে জমেছে রিহ্যাব আবাসন মেলা

দ্বিতীয় দিনেই জমে উঠেছে রিহ্যাব আবাসন মেলা। পছন্দের ফ্ল্যাট কিনতে আগ্রহী ক্রেতারা গতকাল ভিড় জমান বসুন্ধরা আবাসন প্রকল্পের স্টলে -বাংলাদেশ প্রতিদিন

বড়দিনের ছুটির আমেজে জমেছে রিহ্যাব আবাসন মেলা-২০১৯। মেলার দ্বিতীয় দিন গতকাল সরকারি ছুটি থাকায় ক্রেতা-দর্শনার্থীর ঢল নামে মেলাপ্রাঙ্গণে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের ফ্ল্যাট ও প্লটের বিভিন্ন দিক তুলে ধরে ক্রেতাদের কাছে। এক ছাদের নিচে স্বপ্নের আবাস, গৃহঋণ ও নির্মাণসামগ্রীর সমাহার দেখে খুশি ক্রেতা-দর্শনার্থীরাও। তাদের উপচে পড়া ভিড় দেখা গেছে বসুন্ধরার প্লট ও এলপিজি স্টলে। এবারের শীতকালীন মেলায় অংশগ্রহণকারী আবাসন খাতের প্রতিষ্ঠানগুলো ক্রেতা-দর্শনার্থীদের ব্যাপক সাড়া পেয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সংগঠনটির সহসভাপতি কামাল মাহমুদ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘প্রত্যেক নাগরিকের স্বপ্ন সুন্দর জায়গায় একটি নিজস্ব বাসস্থান। সাধ ও সাধ্যের সমন্বয় ঘটাতে অনেক নাগরিকই আমাদের মেলায় এসে নিজেদের পছন্দের ছোট ফ্ল্যাটের সন্ধান করে নিয়েছেন। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন ছাড়ও দিচ্ছে আমাদের সদস্য ডেভেলপার প্রতিষ্ঠানগুলো।’ রিহ্যাব জানিয়েছে, রাজধানীর শেরেবাংলানগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার শুরু হওয়া পাঁচ দিনব্যাপী রিহ্যাব উইন্টার ফেয়ার-২০১৯ চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। মেলার কো-স্পন্সর হিসেবে রয়েছে দেশের শীর্ষ শিল্পপরিবার বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রাইভেট) লিমিটেড। বসুন্ধরা গ্রুপের আরেক প্রতিষ্ঠান বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডও মেলায় অংশ নিয়েছে। গতকাল বসুন্ধরা প্লট ও এলপিজির স্টলে ক্রেতার উপচে পড়া ভিড় দেখা যায়। মেলায় ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রাইভেট) লিমিটেডের স্টলে বসুন্ধরা আবাসিক এলাকায় বিভিন্ন ব্লকে পছন্দের প্লট খুঁজতে ক্রেতার ভিড় দেখা যায়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশে বেসরকারি আবাসনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অনুমোদিত সবচেয়ে বড় প্রকল্প হলো বসুন্ধরা আবাসিক এলাকা। এবারের মেলায় বসুন্ধরা আবাসিক প্রকল্পের কিছু রেডি প্লট আনা হয়েছে। আছে কমার্শিয়াল প্লটও। কিউ ও পি এক্সটেনশন এবং আর ব্লকে প্লট বরাদ্দ চলছে। প্রতিষ্ঠানটি ক্রেতাদের সাশ্রয়ী মূল্যে প্লট ও দীর্ঘমেয়াদি কিস্তি সুবিধা দিচ্ছি। প্রতি কাঠায় মাসিক ১৫ হাজার টাকার ৬০টি দীর্ঘমেয়াদি কিস্তি সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রাইভেট) লিমিটেডের নির্বাহী পরিচালক এবং প্রধান বিক্রয় ও বিপণন কর্মকর্তা বিদ্যুৎ কুমার ভৌমিক। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বসুন্ধরার প্রকল্পে প্লট বা জমি কিনতে ক্রেতাদের ব্যাপক আগ্রহ দেখা গেছে এবারের মেলায়। তাদের অভূতপূর্ব সাড়া পেয়েছি।’ এদিকে রিহ্যাবের আবাসন মেলায় অংশ নেওয়া বসুন্ধরা গ্রুপের আরেক প্রতিষ্ঠান বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের স্টলে গতকালও দর্শনার্থীদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০ বছর ধরে দেশের সর্ববৃহৎ এই এলপি গ্যাস এক নম্বর ব্র্যান্ড হিসেবে সবার সুনাম কুড়িয়েছে। এবারের মেলায় এলপিজির স্টলে ৪০টি ধাপে তৈরি হওয়া সবচেয়ে নিরাপদ বসুন্ধরা এলপিজি সিলিন্ডারের বিভিন্ন দিক উপস্থাপন করা হচ্ছে। দর্শনার্থীরা জানতে পারছেন এলপি গ্যাস নিরাপদভাবে ব্যবহারের বিভিন্ন নিয়ম। রিহ্যাব জানিয়েছে, ২৮ ডিসেম্বর পর্যন্ত চলা মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এবারের মেলায় ২৩০টি স্টলে মোট ১৬০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। টিকিটের র‌্যাফেল ড্রতে থাকছে আকর্ষণীয় সব মূল্যবান পুরস্কার। মেলার শেষ দিন ২৮ ডিসেম্বর রাত ৯টায় র‌্যাফেল ড্র হবে। www.rehabwinterfair2019.com এ ওয়েবসাইটে লটারি বিজয়ীদের নাম প্রকাশ করা হবে।

 প্রসঙ্গত, ২০০১ সালে ঢাকায় আবাসন মেলা শুরু করে রিহ্যাব।

সর্বশেষ খবর